বেকায়দায় মার্ক জুকারবার্গ!

১৯ আগষ্ট, ২০২৪ ১২:৪১  

সামাজিক যোগাযোগ জায়ান্ট মেটার মালিকানাধীন প্ল্যাটফর্ম ফেসবুক ও ইন্সটাগ্রামে মাদকদ্রব্য সম্পর্কিত বিজ্ঞাপন প্রচার করা এবং সেগুলোকে ব্যবহার করে অর্থ উপার্জন (মনিটাইজ) করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। উক্ত বিষয়ে ব্যাখ্যা চেয়ে মেটার প্রতিষ্ঠাতা ও সিইও মার্ক জুকারবার্গ-কে এবার চিঠি পাঠিয়েছে মার্কিন কংগ্রেসের ১৯ জন সদস্য। খবর রয়টার্স।

টেক ট্রান্সপারেন্সি প্রজেক্ট (টিটিপি) সম্প্রতি ফেসবুক ও ইন্সটাগ্রামে কয়েক’শ মাদকদ্রব্য সম্পর্কিত বিজ্ঞাপন খুঁজে পেয়েছে এবং এ বিষয়ে গত মাসে একটি প্রতিবেদনও প্রকাশ করেছে সংস্থাটি। উক্ত প্রতিবেদনের পরিপ্রেক্ষিতেই কংগ্রেসের ১৯ জন সদস্য জুকারবার্গকে চিঠি লিখে জানতে চেয়েছেন কেন তাঁর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কোকেইন, এক্সট্যাসির মতো মাদকদ্রব্য সম্পর্কিত বিজ্ঞাপন প্রচার করা হয়েছে।

টিটিপি-এর প্রতিবেদনে মেটার অ্যাড লাইব্রেরি থেকে প্রাপ্ত ৪৫০টি এমন বিজ্ঞাপনের কথা উল্লেখ আছে যেগুলো ফেসবুক ও ইন্সটাগ্রামে প্রচারিত হয়েছে। উক্ত বিজ্ঞাপনগুলো ব্যবহার করা হয়েছে ‘বিভিন্ন ধরণের ফার্মাসিউটিক্যাল ও অন্যান্য ড্রাগ’ বিক্রির উদ্দেশ্যে। উক্ত বিজ্ঞাপনের অনেকগুলোতেই প্রেস্ক্রিপশন ড্রাগ বোতল, বিভিন্ন পিল ও পাউডার এবং কোকেনের ছবি ব্যবহার করা হয়েছে এবং দর্শকদেরকে টেলিগ্রামের মতো বাইরের অ্যাপে নিয়ে যাওয়া হয়েছে।

ডিবিটেক/বিএমটি